নিজস্ব প্রতিবেদক: যশোর শহরের ঘোপ জেলরোড কুইন্স হাসপাতালের পূর্ব পাশে ভৈরব নদের পাড়ে মাদকসেবীদের নিরাপদ আঁখড়ায় পরিণত হয়েছে। মাদকসেবী ও নেশাখোরদের কারণে স্থানীয়রা অতিষ্ঠ হয়ে উঠেছে।
স্থানীয়রা জানান, বেলা ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত। আবার রাত ৯ টা থেকে গভীর রাত পর্যন্ত মাদকসেবী ও নেশাখোরদের এখানে পদচারণা হয়। এদের কারণে স্থানীয় বাসিন্দারা নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। নদীর পাড় লোক চক্ষুর আড়ালে হওয়ায় মাদকসেবী নেশাখোররা এখানে নিরাপদে মাদক সেবন করছে। এদের বয়স ১২ থেকে ২০ বছরের মধ্যে।
স্থানীয়রা আরো জানান, এদের কাছে ছুরিসহ দেশিয় অস্ত্র থাকে। যে কারণে এদের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পায় না। বিভিন্ন স্থানে অপরাধ করে এরা নদীর পাড়ে নিরাপদে এসে বসে। প্রশাসনসহ স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে এদের বিরুদ্ধে বেশ কয়েকবার অভিযোগ দিলেও কোন ব্যবস্থা নেয়া হয়নি। স্থানীয়রা তাদের নিরাপাত্তার জন্য মাদকসেবীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কর্তাব্যক্তিদের সুদৃষ্টি কামনা করেছেন।