কল্যাণ রিপোর্ট:
ধর্ষনের বিচার চেয়ে আদালতে মামলা করে জীবনের নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে যশোরের একটি পরিবার। আসামিরা জামিনে বেরিয়ে এসে পরিবারের সদস্যদেরকে জীবননাশের হুমকি দিচ্ছে। আজ সকালে প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে এই আশঙ্কার কথা জানিয়েছে ভিকটিমের ভাই লিটন খোরশেদ আলম।
লিখিত বক্তব্যে মণিরামপুর উপজেলার রোহিতা গ্রামের বাসিন্দা লিটন খোরশেদ আলম জানান, গত ৪ অক্টোবর সকালে তার একমাত্র বোন (১৮) তার শ্বশুরালয় সদর উপজেলার আমিননগর গ্রাম থেকে একটি ইজিবাইকে চড়ে আমার বাড়িতে যাচ্ছিল। এসময় ইজিবাইক চালক বাগডোব গ্রামের দ্বীন মোহাম্মদ দিলু কৌশলে রোহিতা বাজার সংলগ্ন বিল্লাল হোসেনের বাড়িতে নিয়ে যায়। এরপর তারা দুইজন মিলে তার বোনকে একাধিকবার ধর্ষন করে। এঘটনায় মণিরামপুর থানায় মামলা করলে পুলিশ তাদের দুইজনকে আটক করে। এরপর আসামীরা জামিন নিয়ে বেরিয়ে এসে আমাদেরকে খুন জখমের হুমকি দিচ্ছে। এমনকি আমার বোন এবং স্ত্রীকে রাস্তায় চলতে দেখলেও অকথ্যভাষায় গালিগালাজসহ নানাবিধ হুমকি ধামকি অব্যাহত রেখেছে। এব্যাপারের থানা পুলিশকে লিখিত জিডির মাধ্যমে একাধিকবার অবহিত করলেও তারা অজ্ঞাত কারণে কোন ব্যবস্থা নিচ্ছে না। ফলে আমি ও আমার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছি।