অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগর ও মণিরামপুর উপজেলার ভবদহ অঞ্চলের সরকারি গাছ ও সড়ক গিলছে অপরিকল্পিত মৎস্য ঘের ব্যবসা। ভবদহ অঞ্চল জলাবদ্ধ হওয়ায় বছরের বেশির ভাগ সময়ে পানি থাকে এ অঞ্চলের বিলগুলোতে। ফলে যত্রতত্র গড়ে উঠেছে মৎস্য ঘেরের ব্যবসা। তবে বেশির ভাগ ঘেরের পাড় তৈরি হয়েছে সরকারি সড়ক ব্যবহার করে।
নওয়াপাড়া হতে কালিবাড়ী, মশিয়াহাটি থেকে কুলটিয়া পর্যন্ত সড়কের দুপাশে অসংখ্য ঘের রয়েছে। এসব ঘেরে সড়কের সাথে কোথাও পাড় না থাকায় বেশির ভাগ স্থানে গাছসহ সড়ক গিলছে ঘেরগুলো।
স্থানীয় সচেতন মহল সরকারিভাবে এসব ঘেরের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহবান জানিয়েছেন।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী সানাউল হক দৈনিক কল্যাণকে জানান ইতিমধ্যে ২১ কোটি টাকার বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ পেলে নওয়াপাড়া টু মশিয়াহাটি পর্যন্ত ৭ কি. মি. সড়ক পুনরায় নির্মাণ করা হবে।