কল্যাণ রিপোর্ট
যশোর সিআইডি পুলিশ মাহাবুর রহমান মাহবুবকে অভিযুক্ত করে কেশবপুরের দোরমুটিয়া গ্রামের কৃষক নাজির হোসেন হত্যা মামলায় চার্জশিট দিয়েছে। তদন্ত শেষে আদালতে চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক রফিকুল ইসলাম।
মামলার অভিযোগে জানা গেছে, নাজির কৃষি কাজ করে জীবীকা নির্বাহ করতেন।
২০১৮ সালের ১৬ আগস্ট রাতে কৃষক নাজির স্থানীয় বাজার থেকে রাত সাড়ে ১০টার দিকে বাড়ি ফেরার পথে তার বাড়ির সামনে পৌঁছালে আসামি মাহাবুবসহ অপরচিতরা তাকে কুপিয়ে জখম করে। আহত নাজিমকে খুলনা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। নাজিরের স্ত্রী খাদিজা বেগম হত্যা চেষ্টার অভিযোগে কেশবপুর থানায় মামলা করেন। পরে নাজিরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে ভর্তি করা হলে সেখানে ৬ সেপ্টেম্বর সকালে নাজির হোসেন মারা যান। মামলার তদন্তকারী কর্মকর্তা অবহিত হয়ে ৩০২ ধারা সংযোজনের জন্য আদালতে আবেদন করেন। মামলাটি প্রথমে থানা পুলিশ পরে সিআইডি পুলিশ তদন্তের দায়িত্ব পায়।
মামলার তদন্ত সূত্রে জানা গেছে, আসামি মাহাবুবের ভাই হাসেম আলী বিদেশে যাওয়ার সময় নাজিরের কাছ থেকে কিছু টাকা ধার নেন। এ সুবাদে নাজিরের পরিবারের সাথে তাদের ভালো সস্পর্ক তৈরি হয়। এর মধ্যে মাহাবুব জানতে পারে ভাই হাসেম আলী বিদেশ থেকে নাজিরের কাছে টাকা পাঠায়। এ নিয়ে বিরোধের জের ধরে মাহাবুব তাকে মারপিট করার পরিকল্পনা করে। চার্জশিটে অভিযুক্ত মাহাবুব জামিনে আছে বলে উল্লেখ করা হয়েছে।