কল্যাণ রিপোর্ট : ‘নারীর প্রতি সহিংসতা বন্ধ করো এখনই’ এই প্রতিপাদ্য ধারণ করে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-উপলক্ষে ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি) যশোর কেন্দ্রের উদ্যোগে আজ বৃহস্পতিবার বিকেল ৪ টায় বঙ্গবন্ধু ম্যুরালে আইইডি যশোর কেন্দ্রের ব্যবস্থাপক বীথিকা সরকারের সভাপত্বিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সিপিবি যশোর জেলা কমিটির সভাপতি ও জনউদ্যোগ সদস্য আবুল হোসেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ও জনউদ্যোগ সদস্য মাহাবুবুর রহমান মজনু, যশোর এনজিও সমন্বয়ক শাহজাহান নান্নু, জনউদ্যোগ সদস্য ও নারী নেত্রী মাসুমা বেগম, নারী মুক্তি সংঘের রোকসানা খাতুন, নারী নির্যাতন প্রতিরোধ নেটওয়ার্কের সাইফুদ্দিন আহম্মেদ ও বঞ্চিতা যশোরের রিটু হোসেন।
কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে নারী মুক্তি সংঘ, নারী নির্যাতন প্রতিরোধ নেটওর্য়াক, আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট, দীপ্তি ফাউন্ডেশন, বঞ্চিতা যশোর ও অর্পণ মানব কল্যাণ সংস্থা।
বক্তরা বলেন, নারী নির্যাতনের ঘটনা ও বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রীতা, অর্থ লেনদেন, রাজনৈতীক ক্ষমতার প্রভাবে দূর্বল জনগোষ্ঠী বিশেষ করে নির্যাতনের শিকার নারী ও শিশুর পরিবার বিচার চাইতে ভয় পায়। এর জন্য নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা আহবান জানান।