ক্রীড়া ডেস্ক: সিউলে ফুটবল পায়ে সাম্বা নৃত্য তোলা ব্রাজিল টোকিওতে খেই হারালো। এশিয়ান জায়ান্ট জাপানের বিপক্ষে প্রথমার্ধে ব্রাজিলের সৌরভ ছড়ানো ফুটবল দেখাতে পারেননি নেইমার-ভিনিসিয়াসরা। দ্বিতীয়ার্ধেও তিতের শিষ্যরা মনকাড়া ফুটবল দেখাতে পারেননি। তারপরও শেষ দিকে নেইমারের পেনাল্টিতে ১-০ গোলে জাপানকে হারিয়েছে ব্রাজিল।
দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫-১ গোলে জয়ের একাদশে পরিবর্তন এনে শুরু করেছিলেন সেলেকাও কোচ তিতে। কাতার বিশ্বকাপে তার বাজির নাম নেইমার-ভিনিসিয়াস জুটি। ফ্রন্ট থ্রিতে রাপিনহাকে রেখে ওই জুটি গড়েছিলেন তিনি। কিন্তু ভিনি তার গতি-ড্রিবলিংয়ের ছন্দ তুলতে পারেননি।
লিডস থেকে বার্সেলোনায় যাওয়ার গুঞ্জন চলা রাপিনহাও দেখাতে পারেননি বাঁ-পায়ের জাদু। প্রথমার্ধে তাই গোল মুখে তিনটি শট নিয়েও গোল শূন্য সমতায় শেষ করতে হয় ব্রাজিলের। দ্বিতীয়ার্ধেও ওই জুটি ব্যর্থ হওয়ায় ভিনি-রাপিনহা-ফ্রেডকে বদলি করে মার্টিনেল্লি-জেসুস ও রিচার্লিসনকে নামায় ব্রাজিল।
এরপর আক্রমণে একটু জোর বাড়ে। তবে গোল ব্রাজিল পেয়েছে ম্যাচের ৭৭ মিনিটে নেইমারের নেওয়া পেনাল্টি থেকে। গোল মুখে রিচার্লি ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ওই গোলেই স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।
দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জয়ে ব্রাজিলের লেফট ব্যাক অ্যালেক্স সান্দ্রো দুর্দান্ত খেলেছিলেন। এক গোলে সহায়তা এনে দিয়েছিলেন। দুটো পেনাল্টি আদায় করেছিলেন। জাপানের বিপক্ষে তার জায়গায় খেলা গুইহারমে অ্যারেনা আক্রমণে তেমন সহায়তা দিতে পারেননি। তবে রক্ষণে ব্রাজিল ছিল জমাট। গোলের বাইরে জাপান চারটি শট নিলেও গোল বারের নিচে দাঁড়ানো অ্যালিসন বেকারকে তারা কোন পরীক্ষায় নিতে দেননি।