ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের ঝিকরগাছায় পৌর নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থী মোস্তফা আনোয়ার পাশা জামালকে বিজয়ী করার লক্ষ্যে পৌর যুবলীগের উদ্যোগে কর্মীসভা ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল সাড়ে ৪টায় স্থানীয় বাসস্ট্যান্ডে পৌর যুবলীগের আয়োজনে প্রধান অতিথি ছিলেন, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আনোয়ার হোসেন।
পৌর যুবলীগের আহ্বায়ক একরামুল হক খোকনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন, পৌর নির্বাচনে নৌকার প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোস্তফা আনোয়ার পাশা জামাল, উপজেলা আওয়ামী লীগ নেতা শেখ নাসিমুল হাবিব শিপার।
উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ইলিয়াজ হোসেন, সদস্য রফিকুল ইসলাম বাপ্পী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোখলেছুর রহমান কেটি, যুবলীগ নেতা আবু জাফর মনি, আব্দুল জব্বার, জাফিরুল হক, জুলফিকার আলী ভুট্টো, শাওন রেজা খোকা, পৌর যুগ্ম আহ্বায়ক মুনিরুল আলম মিশর, আলিমুল মৃধা, সদস্য ফজলে হোসেন বাদশা, ঝিকরগাছা প্রেসক্লাবের সাধরণ সম্পাদক সৈয়দ ইমরানুর রশিদ, সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, উপজেলা শ্রমিকলীগ নেতা মাহাবুর হাসান বরি, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।