কল্যাণ রিপোর্ট: যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকেলে বলরামপুর বাজারে পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধান অতিথি হিসেবে যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য মেহেদী হাসান মিন্টু বলেন, ‘বঙ্গবন্ধু’র সৈনিক কখনো নৌকার বিপক্ষে যেতে পারে না। যারা নৌকার বিপক্ষে অবস্থান নিচ্ছেন তারা হৃদয়ে বঙ্গবন্ধুকে ধারণ করতে পারেননি। নৌকা কোন ব্যক্তির নয়, নৌকা বঙ্গবন্ধু’র, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ও বাংলাদেশের স্বাধীনতার প্রতীক। নৌকা বিরোধীতাকারীরা কখনো আওয়ামী লীগের নেতা হতে পারবেন না। দেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে। নরেন্দ্রপুর ইউনিয়নে সেই উন্নয়নের শতভাগ বাস্তবায়ন হয়েছে। শতভাগ মানুষ বিদ্যুৎ পাচ্ছেন। ছোট-বড় সব রাস্তা পাকাকরণ হয়েছে। স্কুল, কলেজ, মাদ্রাসায় নতুন ভবন হয়েছে। সেই উন্নয়নের ধারা তৃণমূলে শক্ত করতে সবাইকে নৌকায় ভোট দিতে হবে।
নরেন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু হানিফার সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আজিম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মুন্সি মহিউদ্দিন, উপদেষ্টা সদস্য আবুল হোসেন খান, নৌকার প্রার্থী মোদাচ্ছের আলী, জেলা যুবলীগের সদস্য এস এম রবি সিদ্দিকী ও যুবলীগ নেতা মঈন উদ্দিন।
পথসভা শেষে মেহেদী হাসান মিন্টু বলরামপুর বাজারে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে লিফলেট দিয়ে নৌকায় ভোট চান।