নড়াইল প্রতিনিধি: নড়াইল জেলা পুলিশের আয়োজনে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দুই দিনব্যাপি ক্যারামবোর্ড ও দাবা খেলা প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
১৯ জানুয়ারি বিকেল সাড়ে তিনটায় জেলা পুলিশ লাইন্স ড্রিলসেডে দুই দিনব্যাপি ক্যারামবোর্ড ও দাবা প্রতিযোগিতা-২০২২ উদ্বোধন ঘোষণা করেন নড়াইল জেলা পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার)।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল তানজিলা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) এসএম কামরুজ্জামান পিপিএম, নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ সওকত কবিরসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ ও টুর্নামেন্টে অংশগ্রহণকারী পুলিশ সদস্যবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকগণ।