নিজস্ব প্রতিবেদক ॥ নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’র বিভাগীয় নেতা রাসেল শেখ সালমান ওরফে তামিম নামে একজনকে নড়াইল থেকে আটক করেছে র্যাব। গত ২৫ এপ্রিল সন্ধ্যায় সদর উপজেলার তালতলা থেকে তাকে আটক করা হয়। আটক তামিম তালতলা গ্রামের রবিউল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নড়াইল সদর থানায় হস্তান্তর করেছে র্যাব। আটকের পর তামিম নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’র বিভাগীয় নেতা বলে র্যাবের কাছে পরিচয় দিয়েছেন। র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার এম নাজিউর রহমান নিশ্চিত করেছেন।