Sunday, May 22, 2022

নড়াইলে সরকারি কর্মচারীদের হাতে দুই বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক লাঞ্ছিত

নড়াইল প্রতিনিধি : নড়াইল মুক্ত দিবসের কর্মসূচি শেষে নাশতা বিতরণের সময়ে জেলা প্রশাসনের কর্মচারীদের হাতে দুই বীর মুক্তিযোদ্ধা ও এক সাংবাদিক লাঞ্ছিত হয়েছেন।

শুক্রবার (১০ ডিসেম্বর) দুপর সাড়ে ১২টার দিকে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এই ঘটনা ঘটে। ১০ ডিসেম্বর নড়াইল মুক্ত দিবস।

লাঞ্ছিত হওয়া ব্যক্তিরা হলেন জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আইনজীবী বীর মুক্তিযোদ্ধা এস এ মতিন এবং এসএ টিভির নড়াইল জেলা প্রতিনিধি আবদুস সাত্তার।

বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান বলেন, নড়াইল মুক্ত দিবস উপলক্ষে আজ জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি শেষে মুক্তিযোদ্ধারা প্রায় সবাই চলে গেছেন, এমন সময় অন্য একজনের জন্য বীর মুক্তিযোদ্ধা এস এ মতিন জেলা প্রশাসনের এক কর্মচারীর কাছে একটি নাশতার প্যাকেট চান। নাশতা আর দেওয়া যাবে না বলে ওই কর্মচারী তাঁকে জানিয়ে দেন। এ নিয়ে তর্ক হয়। তর্কের একপর্যায়ে তিনি (সাইফুর) এগিয়ে গেলে জেলা প্রশাসনের অফিস সহকারী বাবর আলীর নেতৃত্বে পাঁচ-সাতজন কর্মচারী তাঁদের দুজনকে লাঞ্ছিত করেন। এ দৃশ্য ভিডিও করার সময় সাংবাদিক আবদুস সাত্তার লাঞ্ছনার শিকার হন। সাংবাদিকের মুঠোফোনও কেড়ে নেওয়া হয়।

আবদুস সাত্তার বলেন, ‘মুঠোফোন কেড়ে নেওয়ার সময় আমাকেও তাঁরা লাঞ্ছিত করেছেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফকরুল হাসান মুঠোফোনটি উদ্ধার করে আমাকে ফেরত দিয়েছেন। তবে মুঠোফোনের ভিডিওসহ অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট মুছে ফেলেছে।’

মো. ফকরুল হাসান বলেন, আজ সন্ধ্যায় মুক্তিযোদ্ধাদের সঙ্গে বৈঠক করে বিষয়টি সুরাহা করার চেষ্টা করা হবে।

এ ঘটনায় মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ নিয়ে সাংবাদিক ও মুক্তিযোদ্ধারা বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

যশোরে সন্ত্রাসীদের বর্বর নির্যাতনে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: যশোরে সন্ত্রাসীদের বর্বর নির্যাতনে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ রোববার (২২...

যশোরে অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাসেল হোসেন (২৪) নামে এক যুবকের অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ...

কোন শিক্ষা প্রতিষ্ঠানই এভাবে চলতে পারে না

যশোরের মণিরামপুর উপজেলার জোকা কোমলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নবিরুজ্জামান বিদ্যালয়ে যান না...

ভোরের ঝড়ে লণ্ডভণ্ড যশোরাঞ্চল

উপড়ে পড়েছে গাছপালা ভেঙে গেছে বাড়িঘর-বিদ্যুতের খুঁটি অশনির আঘাত না কাটতেই কৃষকের ঘরে কালো থাবা শাহারুল...

যশোর প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট আরএন রোডের জয় ছিনিয়ে নিল হাসানুর

নিজস্ব প্রতিবেদক: শনিবার সকালে যশোর অঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী দমকা হাওয়া শামস্-উল-হুদা...

সুজলপুরে দুই বন্ধুকে মারপিটের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: পূর্বশত্রুতার জের ধরে যশোর শহরতলীর সুজলপুরে সাকিব (২৫) ও নাহিদ (২৩) নামে...