Friday, August 19, 2022

পদ্মা সেতু দিয়ে টুঙ্গিপাড়ায় প্রথম সফর প্রধানমন্ত্রীর

ঢাকা অফিস : 

প্রথমবারের মত পদ্মা সেতু হয়ে সড়কপথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিয়ে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা; এই সফরে তার সঙ্গী ছিলেন ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ।

টুঙ্গিপাড়ায় গিয়ে প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৯৭৫ সালের ১৫ অগাস্ট নৃশংস হত্যাকা-ের শিকার শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করে মোনাজাতে অংশ নেন।

সেখানে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এবং দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির প্রত্যাশায় দোয়া করা হয় বলে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস জানান।

এর আগে প্রধানমন্ত্রী জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। স্বাধীনতার মহান স্থপতির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
সোমবার ঢাকা থেকে সড়ক পথে তিন ঘণ্টার যাত্রা শেষে বেলা ১১টা ৪০ মিনিটে টুঙ্গিপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। তার এ সফর উপলক্ষে টুঙ্গিপাড়াকে সাজানো হয় বর্ণিল সাজে।

টুঙ্গিপাড়া যাওয়ার পথে শেখ হাসিনা তার পরিবারের সদস্যদের নিয়ে জাজিরা পয়েন্টের সার্ভিস এলাকায় কিছুক্ষণ বিশ্রাম নেন। পদ্মা সেতুতে মা ও বোনের সঙ্গে তোলা একটি ছবিও ফেইসবুকে প্রকাশ করেছেন সজীব ওয়াজেদ জয়।

পদ্মা সেতুতে মা ও বোনের সঙ্গে তোলা একটি ছবি ফেইসবুকে প্রকাশ করেছেন সজীব ওয়াজেদ জয়।পদ্মা সেতুতে মা ও বোনের সঙ্গে তোলা একটি ছবি ফেইসবুকে প্রকাশ করেছেন সজীব ওয়াজেদ জয়।শরীয়তপুরের জাজিরা উপজেলা নির্বাহী কর্মকতা কামরুল হাসান সোহেল জানান, সকাল ৯টা ২০ মিনিটে পদ্মা সেতু হয়ে জাজিরা প্রান্তে আসেন প্রধানমন্ত্রী। সেখানে শেখ রাসেল সেনানিবাস সংলগ্ন সার্ভিস এরিয়া-২-তে সপরিবারে সকালের নাস্তা করেন তিনি। এরপর ১০টা ২০ মিনিটে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন।

এ উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন বাহিনীর সমন্বয়ে যৌথ টহলের পাশাপাশি ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

আজ যশোরের বিশিষ্ট রাজনীতিক এম রওশন আলীর মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক : যশোরের কৃতি সন্তান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সহচর, সংবিধানের...

টিউমার অপরেশনের পর নাজমা এখন প্রতিবন্ধী

জিএম আল ফারুক, আশাশুনি : সাতক্ষীরার আশাশুনির সদর ইউনিয়নের শ্রীকলস গ্রামের ভ্যান ও সাইকেলের মিস্ত্রী...

তালায় এমপি রবির সাথে মতবিনিময় শিক্ষক নেতৃবৃন্দের

সাতক্ষীরা জেলা প্রতিনিধি : সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীরমুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির...

ঝিকরগাছায় ডাকাতিকালে নৈশ প্রহরী খুনে আটক নেই

নিজস্ব প্রতিবেদক : যশোরের ঝিকরগাছায় ডাকাতিকালে নৈশপ্রহরী আব্দুস সামাদ হত্যার ঘটনায় এখনো কাউকে আটক করতে...

এদেশে সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘন করেছে জিয়াউর রহমান : শাহীন চাকলাদার

নিজস্ব প্রতিবেদক : যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি বলেছেন, সরকার ভিন্ন...

যশোরে স্কুলছাত্রী ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

নিজস্ব প্রতিবেদক : যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কোতোয়ালি থানায় শাহ আলম (৬০) নামে এক...