মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোড়েলগঞ্জে পরকীয়ায় অভিযোগে সৌদি প্রবাসীর স্ত্রী দুই সন্তানের জননী এক গৃহিনীর (২৫) চুল কেটে দিয়েছেন সাবেক এক ইউপি সদস্য। শুক্রবার ভোর রাতের দিকে বলইবুনিয়া ইউনিয়নের কিচমতজামুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
৯৯৯ নম্বরে গৃহিনীর ফোন পেয়ে ভোর ৫ টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই তাকে উদ্ধার অভিযুক্ত সাবেক ইউপি সদস্য মনজিলা বেগম (৫০) ও তার ছেলে রিয়াদ খানকে (২৬) আটক করে।
থানার ওসি সাইদুর রহমান বলেন, এ ঘটনায় নির্যাতিতা গৃহিনী বাদী হয়ে ২ জনের বিরুদ্ধে মামলা করেছেন।