নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের খুলনা আঞ্চলিক কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করানো হয়েছে। শনিবার সংগঠনের চাঁচড়া চেকপোস্ট মোড়ের আঞ্চলিক কার্যালয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা ওসমান আলী। শ্রমিক ফেডারেশন খুলনা আঞ্চলিক কমিটির সভাপতি রবিউল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি আব্দুর রহিম বকস দুদু, যুগ্ম সম্পাদক আব্বাস উদ্দীন, সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম মিন্টু।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের খুলনা আঞ্চলিক কমিটির সহসভাপতি আনিসুর রহমান, আবু হাসান, মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক সেলিম রেজা মিঠু, সাংগঠনিক সম্পাদক রবিন অধিকারী ব্যাচা, হারুন অর রশীদ ফুল, কোষাধ্যক্ষ বিষ্ণ নাথ ঘোষ বিষ্ণুসহ বিভিন্ন শ্রমিক নেতৃবৃন্দ।