পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
পাইকগাছা পৌরসভার ঐতিহ্যবাহী ইউনিভার্স্যাল এডাস স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও পুুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার সকালে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
কাউন্সিলর রবি শংকর মন্ডলের সভাপতিত্বে ও প্রভাষক বজলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক প্রদীপ সরকার।
বক্তব্য রাখেন, প্যানেল মেয়র এসএম তৈয়েবুর রহমান, প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল আজিজ, গাজী শহিদুল ইসলাম খোকন, প্রভাষক জিএম শফিকুল ইসলাম, তাপস সরকার, শিক্ষক প্রদীপ শীল, অখিল কুমার মন্ডল, জগদীশ চন্দ্র রায়, দীপংকর মন্ডল, শাহরাবুল ইসলাম প্রিন্স, মনিরুজ্জামান মনি, শিক্ষক অতীষ কান্তি সরকার, আসাদুল ইসলাম, শিউলী বিশ^াস, প্রভাবতী স্বর্ণকার, তানসিনারা ইসলাম, অঞ্জনা মুখার্জী, ফারহানা ইসলাম ও সৌরভ সানা। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট ও পুরস্কার এবং সকল শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়।