পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
পাইকগাছায় নারী ও যুব নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে পানিই জীবন প্রকল্পের আওতায় উন্নয়ন সংস্থা সুশীলন এই প্রশিক্ষণের আয়োজন করে।
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা গোবিন্দ কুমার দে, প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল আজিজ ও পানিই জীবন প্রকল্পের সিডিও আরিফুন নেসা শিলা। প্রশিক্ষণে গদাইপুর ও গড়ইখালী ইউনিয়নের এলএসপি স্থানীয় সেবা প্রদানকারী এবং মৎস্য ও প্রাণিসম্পদ ও সবজি উৎপাদনকারী দলের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা প্রশিক্ষণলব্দ জ্ঞান কাজে লাগিয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।