পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে পাইকগাছা উপজেলা প্রশাসন আয়োজিত দুই দিনব্যাপি বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে বুধবার বালিকা বিদ্যালয়ে অলিম্পিয়াড আয়োজন করা হয়। এখানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
বুধ ও বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত দুই দিনব্যাপি বিজ্ঞান মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক প্রকল্প প্রদর্শন করা হয়। একই স্থানে “স্মার্ট ফোনে আসক্তি শিক্ষার্থীদের পড়াশুনার ক্ষতি” শীর্ষক সেমিনার ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ। বিশেষ অতিথি ছিলেন, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন। বক্তব্য রাখেন শিক্ষার্থী সায়মা তাসনিম তিশা, দেবজিৎ মন্ডল ও রত্না আক্তার রিয়া।