মৌলভীবাজারের শমশেরনগর কুলাউড়া স্টেশনের মধ্যবর্তী চাক কবিরাজি এলাকায় ঢাকা থেকে সিলেটগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেনে আগুন লেগেছে। আজ দুপুর ১টার দিকে পারাবত এক্সপ্রেসের ‘ঙ’ নম্বর বগি থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।
পরে খবর পেয়ে কমলগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এতে ঢাকা-সিলেট রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
ট্রেনের যাত্রী সুকেনদাশ বলেন, আমি ‘ঙ’ নম্বর বগিতে শ্রীমঙ্গল থেকে সিলেট যাওয়া জন্য উঠেছি। হঠাৎ শমশেরনগর রেলস্টেশন ক্রস করার পর আমার পেছনের সিট থেকে আগুনের সূত্রপাত হয়।
কমলগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ ফারুকুল ইসলাম আগুনের বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রেনের জেনারেটরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পাওয়ারকার থেকে আগুন লেগে তেলের ট্যাংকি বিস্ফোরণ হয়।
ফারুকুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।