ক্রীড়া ডেস্ক : বেশির ভাগ ক্যারিবিয়ান খুব আমুদে হয়ে থাকে। সব সময় উপভোগের মন্ত্র জপ করে। মাঠের খেলায় হারলেও তাদের মুখে হাসি দেখা যায়। ক্যারিবীয় দানব ক্রিস গেইলও এর ব্যতিক্রম নন। ব্যাট হাতে ২২ গজে তিনি ক্রিকেটের সেরা বিনোদনদায়ী ব্যাটার। এই তো কিছুদিন আগেও চল্লিশোর্ধ্ব বয়সের গেইলকে নিয়ে বিশ্বের সব ফ্র্যাঞ্চাইজি লীগে টানাটানি চলত। সবাই তাঁকে নিতে চাইত। গেইল তাই ছিলেন ব্যস্ততম ক্রিকেটার।
তবে এখন হয়তো ধীরে ধীরে এই চাহিদা কমছে। যার প্রমাণ এবারের পাকিস্তান সুপার লীগে (পিএসএল) গেইলের দল না পাওয়া। দল যেহেতু পাননি, তাই হাতে আর খেলা নেই। অফুরন্ত অবসর। দ্য ইউনিভার্স বস তাই আছেন পার্টি মুডে। একটি বারে সুন্দরী পরিবেষ্টিত অবস্থায় তাঁকে দেখা গেছে। গেইল নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সেই ছবি। ক্যাপশনে লিখেছেন, ‘যখন ক্লাবে তুমি তোমার প্রিয় গানটি বাজতে শোনো।’
গেইলের এমন পার্টি মুড নতুন কোনো ঘটনা নয়। বরাবরই তিনি এমন আমুদে। নিজে যেমন আনন্দে থাকেন, দর্শকদেরও আনন্দ দেন। সামনেই শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)। এই ফ্র্যাঞ্চাইজি আসরে গেইলের দল পাওয়ার সম্ভাবনা বেশি। ব্যাটে-বলে মিলে গেলে বিশ্রাম শেষে গেইল আবারও নেমে পড়বেন ২২ গজে। বাংলাদেশের গ্যালারিগুলো মেতে উঠবে গেইলের উইলোবাজিতে। ৪২ বছরের গেইল হয়তো সেই অপেক্ষাতেই আছেন।
পার্টি মুডে ক্রিস গেইল
