মোড়েলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোড়েলগঞ্জে এক ঘের ব্যবসায়ীর বাড়ির পুকুর থেকে সুন্দরনের কর্তন নিষিদ্ধ ৭ পিস সুন্দরী কাঠ উদ্ধার করেছে বনবিভাগ সদস্যরা। শনিবার দুপুর ২টার দিকে গুলিশাখালী টহল ফাঁড়ির বনরক্ষীরা গুয়াতলা গ্রামের রেজাউল ইসলাম ওরফে সোহাগ ফকিরের বাড়ির পুকুর থেকে কাঠগুলো উদ্ধার করেন। বনবিভাগের সদস্যরা ওই বাড়িতে পৌঁছানো মাত্রই সোহাগ ফকির গরু খোঁজার কথা বলে গা ঢাকা দেন। কাঠ সম্পর্কে তার স্ত্রী পলি বেগম বলেন, জমিজমা সংক্রান্ত শত্রুতার কারণে পরিকল্পিতভাবে তাদের পুকুরে সুন্দরী কাঠ রেখে বনরক্ষীদেরকে খবর দেয়া হয়েছে।
এ সম্পর্কে গুলিশাখালী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুল আরেফিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোহাগ ফকিরের বাড়ির পুকুরে তল্লাশি চালানো হয়।