নিজস্ব প্রতিবেদক: করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রন বিস্তারের কারণে পরিচ্ছন্নতা শ্রমিকদের স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় নিরাপত্তা সামগ্রী সরবরাহসহ আক্রান্ত শ্রমিকদের প্রণোদনা সুবিধার দাবিতে যশোর পৌরসভা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে স্মারকলিপি দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় যশোর পৌরসভার মেয়রের কাছে স্মারকলিপি দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মতিলাল হরিজন, সহ-সভাপতি দেবলিয়া হরিজন, সাধারণ সম্পাদক হিরণ লাল সরকার, কোষাধ্যক্ষ জনি বিশ্বাস, প্রচার সম্পাদক চন্দন হেলা, হরিজন নেতা প্রেম লাল সরকার প্রমুখ। স্মারকলিপিটি গ্রহণ করেন পৌরসচিব আজমল হোসেন।
এছাড়া দ্রব্যমূল্যের উর্দ্ধগতির সাথে সঙ্গতি রেখে মজুরি বৃদ্ধি, বাসাবাড়ি গৃহস্থলী বর্জ্য ব্যবস্থাপনা কাজে এনজিওদের অনুপ্রবেশ বন্ধ, পরিচ্ছন্নতা কাজে অহরিজনদের নিয়োগ বাতিল, ছাঁটাইকৃত ৫২ জন শ্রমিককে পুনর্বহাল, মৃত শ্রমিকদের ৩০হাজার টাকা এবং শ্রমিকদের পরিবারের সদস্যদের মৃত্যুতে ১০ হাজার টাকা প্রদানের সম্পাদিত চুক্তিসহ শ্রমআইন বাস্তবায়নের দাবিতে চলমান আন্দোলনের বিষয়ে কোন সুরাহা না হওয়ায় নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করেন এবং আগামী ৩০ জানুয়ারির মধ্যে দাবি বাস্তবায়ন না হলে শ্রমিকরা হাত গুটিয়ে বসে থাকলে সংগঠন এর দায়-ভার বহন করবে না মর্মে নেতৃবৃন্দ সচিবের সাথে আলোচনা করেন।