পাইকগাছা প্রতিনিধি :
অবশেষে প্রতিমন্ত্রীর অনুষ্ঠানের আলোচিত সেই পকেটমারকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল খুলনার রূপসা ফেরিঘাট থেকে পাইকগাছা থানা পুলিশ পকেটমার ইসহাক শেখ (৫৫) কে আটক করে। আটক ইসহাক রূপসা উপজেলার নৈহাটি গ্রামের বাসিন্দা। উল্লেখ্য, গত ২ আগস্ট মঙ্গলবার সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বিজ্ঞানী পিসি রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে পাইকগাছায় সরকারি সফর করেন। এদিন সকালে মন্ত্রী কপিলমুনি বধ্যভূমিতে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এ কর্মসূচিতে মন্ত্রীর পাশে ছিলেন কপিলমুনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি যুগোল কিশোর দে। মন্ত্রী, এমপি ও ওসিসহ দলীয় নেতৃবৃন্দ যখন শ্রদ্ধা জানাতে যান, এ সময় পকেটমার মন্ত্রীর পাশে থাকা আওয়ামী লীগ নেতা যুগোল কিশোর দে’র পকেট কাটে।
বিষয়টি সাংবাদিকদের তোলা ছবিতে ধরা পড়ে এবং এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ঘটনার দুই দিন পর ওসি জিয়াউর রহমানের নেতৃত্বে পাইকগাছা থানা পুলিশ আলোচিত পকেটমারকে গ্রেফতারে সক্ষম হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটক পকেটমার থানা পুলিশের হেফাজতে ছিল।