নড়াইল প্রতিনিধি: নড়াইলে পরকীয়ার টানে প্রেমিকের হাত ধরে প্রবাসীর স্ত্রী কোটি টাকা নিয়ে চম্পট দিয়েছে।
১৪ বছর পর গত ৯ জানুয়ারি সৌদি আরব থেকে নিজ গ্রামে ফিরেছেন নড়াইল কালিয়া উপজেলার বিলবাউস গ্রামের ইমরুল লস্কর। বাড়িতে এসে দেখেন স্ত্রী ফাতেমা বেগম বাড়িতে নেই। বাড়ির প্রধান ফটকে তালা ঝুলছে।
ইমরুল লস্কর জানান, ২০০২ সালে একই গ্রামের হাসেম শেখের মেয়ে ফাতেমা বেগমের সাথে তার বিয়ে হয়। বিয়ের পাঁচ বছর পর স্ত্রী ফাতেমা বেগমকে বাড়িতে রেখে ২০০৭ সালে তিনি সৌদি চলে যান। বিদেশ থেকে তিনি ৯৭ লাখ টাকা স্ত্রীর কাছে পাঠান । এছাড়াও ১৩ শতক জমি কেনা হয় যা ফাতেমা নিজের নামে লিখে নেয়।
৯ জানুয়ারি এলাকাবাসী এ ঘটনার বিচার চেয়ে এলাকায় মানববন্ধন করেছেন। মানববন্ধনে ফাতেমাকে আটকের দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে ফাতেমা বেগমের পিতা হাসেম মোল্যা জানান, ফাতেমা কোথায় গেছে তারা জানেন না। ফাতেমার মা বলেন, ৯৭ লাখ টাকা হবে কিনা জানিনে। তবে ফাতেমার নামে টাকা পাঠিয়েছে। এছাড়া বাড়ি ও জমি ক্রয় করে দিয়েছে বলে তিনি স্বীকার করেন।
এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কনি মিয়া শেখ বলেন, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।