ক্রীড়া প্রতিবেদক
ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ এর প্রভাবে রোববার সারাদিনই যশোরে ছিল ঝিরি ঝিরি বৃষ্টি। বৃষ্টিতে যশোর ও ঢাকার সোনালী অতীত ক্লাবের মধ্যকার প্রীতি ম্যাচ নিয়ে ছিল দোলাচল। তবে শেষ পর্যন্ত বৃষ্টি কোন বাধা হতে পারেনি। তবে বৃষ্টি বাধায় দেশের একসময়ের সাড়া জাগানো ফুটবলারদের পায়ের কাজ ২০ মিনিটের বেশি উপভোগ করতে পারেনি যশোরের ফুটবলপ্রেমীরা। সীমিত ওই সময়েও সাবেক খেলোয়াড়রা দেখিয়েছেন পায়ের কারুকার্য। যা মুগ্ধ করেছে মাঠে উপস্থিত দর্শকদের।
গতকাল রোববার শামস্-উল-হুদা স্টেডিয়ামে প্রীতি ম্যাচের প্রথমার্ধ গোলশূণ্য সমতায় শেষ হয়। দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিটে পেনাল্টি পায় ঢাকার সোনালী অতীত ক্লাব আর তা থেকে ম্যাচের একমাত্র গোলটি করেন জাতীয় দলের সাবেক নন্দিত ফুটবলার আরমান। খেলার বাকি সময়ে আর কোন গোল না হওয়ায় ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ঢাকার দলটি।
ম্যাচে জাতীয় দলের সাবেক ফুটবলার হাসানুজ্জামান খান বাবলু, আসলাম, সত্যজিৎ দাস রূপু, আরমান, সুলতান আহমেদ, সাইফুর রহমান মনি, ইলিয়াস হোসেন, মিজানুর রহমান ডন, লাজুকসহ আরও অনেকেই এসেছিলেন ঢাকা সোনালী অতীত ক্লাবের হয়ে। যশোরের পক্ষে সাবেক জাতীয় দলের খেলোয়াড় মাশুক মোঃ সাথী, কাওছার আলী, মাসুদুর রহমান টনিসহ অনেকেই খেলেছেন।
খেলা শুরুর আগে বেলুন উড়িয়ে এই প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ও যশোর-৩ আসনের এমপি কাজী নাবিল আহমেদ। যশোর সোনালী অতীত ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ শফিকউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবির।