মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থ বছরে ১ কোটি ৪৯ লাখ ৩৯ হাজার ৪৬৩ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়। বুধবার সকালে ইউনিয়ন পরিষদ হলরুমে বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী।
ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হায়দার লান্টুর সভাপতিত্বে অধিবেশনে বিশেষ অতিথি ছিলেন মহেশপুর থানার অফিসার ইনচার্জ সেলিম মিয়া। এছাড়া অনুষ্ঠানে ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য,শিক্ষক, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।