ফুল সেক্টরের সাংগঠনিক ভিত্তি রক্ষা ও উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। পানিসারা-গদখালী অঞ্চলের ফুলচাষী ও ফুল ব্যবসায়ীরা শুক্রবার বিকেলে এই সমাবেশ করেন।
বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির প্রচেষ্টায় ফুল সেক্টরের উন্নয়ন এখন দৃশ্যমান দাবি করে সমাবেশে নেতৃবৃন্দ বলেন-প্রশাসনের প্ররোচণায় বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সাংগঠনিক ভিত্তি প্রশ্নবিদ্ধ হয়েছে। ফুল সেক্টরে যতটুকু উন্নয়ন হয়েছে, তা বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির যোগ্য নেতৃত্বের কারণে হয়েছে দাবি করে নেতৃবৃন্দ বলেন, স্বার্থবাদী মহল ষড়যন্ত্রের জাল বিস্তার করে ঘোলা পানিতে মাছ শিকারের ষড়যন্ত্র করছে।
২৩ জানুয়ারি ঢাকা কেআইবি ভবনে বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী কমিটি গঠনের জন্য বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় গঠনতন্ত্রের তোয়াক্কা না করে কমিটি গঠনের চেষ্টা হলে সভাপতি আব্দুর রহিম সভা বর্জন করেন।
আতাউর রহমানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন-শাহিনুর রহমান, শাহীন আহম্মেদ, রনি আহম্মেদ, সাঈদ আহম্মেদ মুকুল, রফিকুল ইসলাম, শের আলী, মীর বাবরজান বরুন প্রমুখ। বক্তারা সংগঠনের ভিতর থেকে যারা গঠনতন্ত্র না মেনে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নেয়ার জন্য বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতিকে অনুরোধ করেন।
সংবাদ বিজ্ঞপ্তি