কল্যাণ রিপোর্ট
যশোর পৌরসভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে যশোর পৌরসভার মূল ভবনের সামনে এই ভাস্কর্য উদ্বোধন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।
এ সময় উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, যশোর পৌরসভার মেয়র হায়দার গনি খান পলাশ, ভারপ্রাপ্ত পুলিশ সুপার জাহাংগীর আলম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা একেএম খয়রাত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, বাংলাদেশ লিবারেশন ফোর্স-মুজিব বাহিনীর (বিএলএফ) বৃহত্তর যশোরের অধিনায়ক আলী হোসেন মনি, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রাজেক আহমেদ, পৌরসভার সচিব আজমল হোসেনসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর ও কর্মকর্তারা। পরে উপস্থিত অতিথিরা নবনির্মিত ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।