বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: উপজেলা পর্যায়ে মঙ্গলবার বাঘারপাড়ায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল পর্বের খেলা শেষ হয়েছে। এ দিন সেমিফাইনাল পর্বের দুটি খেলা অনুষ্ঠিত হয়। দিনের প্রথম খেলায় অংশ নেয় জহুরপুর ইউনিয়ন ও বাঘারপাড়া পৌরসভা ফুটবল একাদশ। খেলায় পৌরসভা ৩-১ গোলে জয়লাভ করেছে। দ্বিতীয় খেলায় অংশ নেয় জামদিয়া ও দোহাকুলা ইউনিয়ন। গোলযোগপূর্ণ এ খেলায় দোহাকুলা ১-০ গোলে জয় পেয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে।
দোহাকুলা ও জামদিয়া ইউনিয়নের মধ্যেকার খেলা প্রথমার্ধে গোলশূন্য সমতা থাকে। বিরতির পরে উত্তেজনাপূর্ণ খেলার একপর্যায়ে উভয় দলের খেলোয়াড়দের মধ্যে মারামারি শুরু হয়। দোহাকুলা ইউনিয়নের পক্ষে কিছু দর্শক মাঠে প্রবেশ করে জামদিয়ার খেলোয়াড়দের ওপর আক্রমণ করে। ফলে খেলা কিছু সময়ের জন্য বন্ধ থাকে। পরে উপজেলা ও পুলিশ প্রশাসন দুই ইউনিয়নের চেয়ারম্যানকে নিয়ে দ্বন্দ্বের নিরসন করলে খেলা পুনরায় শুরু হয়। খেলার নির্ধারিত সময়ে জামদিয়ার খেলোয়াড়রা আর গোলের দেখা না পাওয়ায় আগের ফলাফলেই খেলা শেষ হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, টুর্নামেন্টের ফিকচার অনুযায়ী আজকের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে না।