নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের যশোর সদর উপজেলা পর্যায়ের দ্বিতীয় দিনে চারটি ম্যাচ সম্পন্ন হয়েছে। শুক্রবার যশোর সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট ও কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠে এই ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। ম্যারে জয় পেয়েছে কাশিমপুর, হৈবতপুর, চুড়ামনকাটি ও ফতেপুর। এসব ম্যাচে বিজয়ীরা পেয়েছে কোয়ার্টার ফাইনাল খেলার ছাড়পত্র।
পলিটেকনিক ইন্সটিটিউট মাঠে অনুষ্ঠিত হয়েছে দু’টি ম্যাচ। প্রথম ম্যাচে টাইব্রেকারে কাশিমপুর ইউনিয়ন ৪-২ গোলে হারায় ইছালী ইউনিয়নকে। দ্বিতীয় ম্যাচে হৈবতপুর ইউনিয়ন ৩-০ গোলে পরাজিত করে কচুয়া ইউনিয়নকে। হৈবতপুরের পক্ষে গোল তিনটি করেন যথাক্রমে ১০ মিনিটে সোহাগ হোসেন, ২৩ মিনিটে সাজ্জাদ হোসেন ও ২৭ মিনিটে ইব্রাহিম হোসেন।
কাজী নজরুল ইসলাম কলেজ মাঠে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে চুড়ামনকাটি ইউনিয়ন ১-০ গোলে জয় পায় লেবুতলা ইউনিয়নের বিপক্ষে। এ ম্যাচে একমাত্র গোলটি করেন চুড়ামনকাটির রিয়াজুল ইসলাম দুই মিনিটে। দ্বিতীয় ম্যাচে ফতেপুর ইউনিয়ন টাইব্রেকারে ৫-৪ গোলে পরাজিত করে যশোর পৌরসভাকে।