ক্রীড়া রিপোর্ট
বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম পর্বে খুলনা জেলার মুখোমুখি হবে যশোর। আজ শনিবার বেলা তিনটায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান খুলনার মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এই উপলক্ষে শুক্রবার যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামে শেষবারের মত প্রাকটিস করেন যশোরের খেলোয়াড়রা।
প্রাকটিস শেষে শরিফুল ইসলামকে দলের অধিনায়ক ও আব্দুর রহমান বাবুকে সহঅধিনায়ক ঘোষণা করা হয়েছে।
এছাড়া খেলোয়াড়দের মাঝে জার্সি ট্রাক-শ্যুট প্রদান করা হয়। শেষে চ্যাম্পিয়নশিপের প্রচার শোভাযাত্রা বের করা হয়। এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আব্দুল মান্নান, নির্বাহী সদস্য সাব্বির আহমেদ পলাশ, সৈয়দ তৌফিক জাহান, রফিউদ্দিন লাভলু, দলের কোচ আলমগীর সিদ্দিকী, ম্যানেজার আশরাফুল ইসলাম, সাবেক খেলোয়াড় আবুল কালাম আজাদ, আকসাদুর রহমান, আনোয়ার পারভেজ, শফিকুল ইসলাম পারভেজ প্রমুখ।