কল্যাণ রিপোর্ট: স্বাধীনতার পঞ্চাশ বছরে এসেও মৌলবাদি সন্ত্রাসীরা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়নি। তারা বিভিন্ন কৌশলে বর্তমান প্রজন্মকে স্বাধীনতার বিপক্ষে ধাবিত করছে। যে চেতনা নিয়ে মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুর ডাকে নিশ্চিত মৃত্যু জেনেও স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো আজ সেই চেতনা কুক্ষিগত হয়ে পড়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বর্তমান প্রজন্মকে স্বাধীনতার চেতনায় উদ্ভুদ্ধ করতে হবে। নতুবা আমাদের জন্য অপেক্ষা করছে ভয়ংকর দিন।
বুধবার বিকেলে শহরের মুন্সি মেহেরুল্লাহ ময়দানে রওশন আলী মঞ্চে উদীচী জেলা সংসদের দু’দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের আলোচনা সভায় প্রধান বক্তা বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা এসব কথা বলেন।
তিনি আরো বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে বাহাত্তরের সংবিধান পুনরায় প্রতিষ্ঠিত করতে হবে। রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করতে হবে নতুবা মৌলবাদি সন্ত্রাসীরা আবারো মাথাচাড়া দিয়ে উঠবে।
জাতীয় সংগীত, উদীচী সংগীত ও গণসংগীতের মধ্য দিয়ে আয়োজনের শুরু হয়।
এ সময় সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান মজনুর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন, উদীচী যশোরের উপদেষ্টা ও দৈনিক কল্যাণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা। আরো বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা ডা. জি.সি বোস, উপদেষ্টা অ্যাডভোকেট আবুল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন, উদীচী যশোরের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান খান বিপ্লব।
পরে উদীচী ঝিকরগাছার গদখালী শাখা, চৌগাছা শাখা ও জেলা সংসদের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।