ক্রীড়া ডেস্ক: কঠিন পথ পাড়ি দেওয়ার চ্যালেঞ্জ সামনে রেখে অ্যান্টিগা টেস্টের তৃতীয় দিন শনিবার (১৮ জুন) ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ। সাকিব আল হাসানের দল পিছিয়ে আছে ১১২ রানে। এই রান করে জিতিতে হলে আর বড় সংগ্রহ করতে হবে। বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য তা কঠিনই বটে। মাহমুদুল হাসান জয় ৮ ও নাজমুল হোসেন শান্ত ৮ রানে দিন শুরু করেন।
জেতার জন্যই লড়বে বাংলাদেশ
দিনশেষে বাংলাদেশের পেসার খালেদ আহমেদ জানিয়েছেন, তারা পাঁচদিন খেলতে চান। প্রথম ইনিংসে ব্যাটিং খারাপ হলেও দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানরা ভালো করবেন বলেই তার বিশ্বাস।
‘আমরা আসলে উইন্ডিজকে আরও কম রানে অলআউট করতে চেয়েছিলাম। হয়তো ১০-২০ রান বেশি হয়ে গেছে। তবে আমরা চেষ্টা করেছি। উইকেট খুবই ভালো। বোলারদের জন্য খুব বেশি সহায়ক না। তবে আমাদের ব্যাটসম্যানরা ইনশাল্লাহ ভালো খেলবে।’
এই টেস্ট পাঁচদিন খেলতে চাওয়ার আশা ব্যক্ত করে তিনি বলেন, ‘আমরা জেতার জন্যই খেলবো। তবে চেষ্টা করবো পাঁচদিন খেলার। ব্যাটসম্যানরা স্কোরবোর্ডে রান দিলে সেটা সম্ভব।’
অস্বস্তিতে দ্বিতীয় দিন শেষ
অস্বস্তিতে দিন শেষ করে বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৫০ রান। এখনো পিছিয়ে ১১২ রানে।
দ্বিতীয় ইনিংসে ১৬২ রানের লিড সামনে রেখে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। শুরুটা হয়েছিল সতর্ক। তামিম-জয়ের ব্যাট ছিল সাবধানী। দশম ওভারে আলঝারি জোসেফের শিকার হয়ে তামিম ফিরলে মাঠে আসেন নাইটওয়াচম্যান মিরাজ। তিনিও সুবিধা করতে পারেননি। তামিম ২২ রান করেন। আর মিরাজ ফেরেন ৬ বলে ২ রান করে। দুটি উইকেটই নেন জোসেফ। ৬০ বলে ১৮ রান করে অপরাজিত আছেন মাহমুদুল হাসান জয়। আর শান্ত ২৩ বলে ৮ রান করে অপরাজিত আছেন। শেষ দিকে পায়ের ব্যথায় কাতরাতে দেখা যায় শান্তকে। ফিজিও এসে দেখেন। পরে ব্যাটিং করলেও অস্বস্তি দেখা যায় তার মাঝে। তৃতীয় দিনের শুরুটা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। দ্রুত উইকেট হারালেই বাড়বে বিপদ। আজ সারাদিনে খেলা হয়েছে ৮৪.৫ ওভার। উইকেট পড়েছে ১০টি। ৮টি ওয়েস্ট ইন্ডিজের আর ২টি বাংলাদেশের। এখনো চালকের আসনে স্বাগতিকরা।