ডেস্ক রিপোর্ট: বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল মেনস চ্যাম্পিয়নশিপে মুখোমুখি বাংলাদেশ-শ্রীলঙ্কা। ফাইনাল শুরু হওয়ার কথা ছিল বিকেল সাড়ে তিনটায়। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সেই ফাইনাল শেষমেশ শুরু হয়েছে বিকেল সোয়া পাঁচটায়। দেড় ঘণ্টার বেশি দেরিতে শুরু হয়েছে ম্যাচ।
বাংলাদেশ বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল ভলিবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ একবার চ্যাম্পিয়ন হয়েছিল। আজ শিরোপা পুনরুদ্ধারের ম্যাচে লাল সবুজের প্রতিনিধিদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। গ্রুপেও অবশ্য একবার লঙ্কানদের মুখোমুখি হয়েছিল স্বাগতিকরা, তবে সেই ম্যাচে হারের বিস্বাদ নিয়েছিল দলটি।
পুরুষ বিভাগের তৃতীয় স্হান নির্ধারণী ম্যাচে নেপালকে ৩-০ সেটে হারিয়েছে উজবেকিস্তান। তিনটি সেটে যথাক্রমে ২৫-১৫, ২৫-১৭ ও ২৫-২২ গেমে জিতেছে নেপাল। পুরুষ বিভাগে শিরোপা জিততে ব্যর্থ হলেও নেপালিরা নারী বিভাগে সেরা হয়েছে। উজবেকিস্তানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে নেপাল ৩-২ সেটে জেতে দলটি।
আজ সকালে নারী বিভাগের ফাইনাল ছিল সকাল সাড়ে এগারোটায়। উজবেকিস্তান দলের গাড়ি ভেন্যুতে দেরিতে পৌঁছায়। ফলে ফাইনাল ম্যাচটি বিলম্বে শুরু হয়। এরপর সেই ম্যাচটি গড়িয়েছে পাঁচ সেটে গড়ায়। সে কারণেই পুরুষ বিভাগের খেলাগুলোও শুরু হতে দেরি হয়।