নিজস্ব প্রতিবেদক: শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগ অফিসে হামলা, ভাংচুর ও বোমা হামলায় এক যুবলীগ কর্মী আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
রোববার ৯ জানুয়ারি রাত ৮ টার দিকে শার্শার বাগআঁচড়ায় ইউপি নির্বাচনের জের ধরে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে বোমা হামলা করে দুর্বৃত্তরা।
এ সময় দুর্বৃত্তরা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় ভাংচুরসহ বাগআঁচড়া বাজারে একাধিক জায়গায় হাত বোমার বিস্ফোরণ ঘটায়। ভয়ে ও আতংকে মুহূর্তের মধ্যে স্থানীয় ব্যবসায়ীরা দোকান পাট বন্ধ করে চলে যায়। বাজার হয়ে পড়ে জনশূন্য।
এ ঘটনায় টুটুল নামে এক যুবলীগ কর্মী আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগআঁচড়া বাজারের একটি ক্লিনিকে ভর্তি করে।
খবর পেয়ে সহকারী পুলিশ সুপার নাভারণ সার্কেল জুয়েল ইমরান ও শার্শা থানার অফিসার ইনচার্জ বদরুল আলমের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ফোর্স এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার নাভারণ সার্কেল জুয়েল ইমরান বলেন, আমরা জানতে পারি বাগআঁচড়া বাজারের আওয়ামী লীগ কার্যালয়ে হামলা করেছে দুর্বৃত্তরা এবং এখানে তারা ভাংচুর করেছে।
ঘটনা শোনার সাথে সাথে পুলিশ এখানে আসে। এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এ ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।