বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা সদর বাজারের শান্তিগঞ্জ মোড়ের একটি মোটরসাইকেল শো-রুমের শার্টারের তালা ভেঙ্গে দুর্র্ধষ চুরি সংঘঠিত হয়েছে। অজ্ঞাত চোরেরা শো-রুম থেকে ১০টি মটরসাইকেল চুরি করে নিয়ে গেছে। যার আনুমানিক মুল্য প্রায় ১৮ লাখ টাকা।
মেসার্স খান জাহান আলী ট্রেডার্স নামক ওই মটরসাইকেল শো-রুমের পরিচালক রাসেল শেখ জানান, বাজারের মধ্যে অবস্থিত এ রুমে নাইটগার্ড রাখা হয়নি। প্রতিদিনের ন্যায় রাতে শো-রুম বন্ধ করে দেয়া হয়। শনিবার সকালে জানতে পারি শো-রুমের শার্টারের তালা ভাঙ্গা। দ্রুত এসে শো-রুমের তালিকা মিলিয়ে দেখা যায় বিভিন্ন মূল্যের ১০টি মটরসাইকেল নেই। শুক্রবার গভীর রাতে চোরেরা এ ঘটনা ঘটিয়েছে। বিষয় ফকিরহাট থানা পুলিশকে জানানো হয়েছে।
ফকিরহাট থানার ওসি আলীমুজ্জামান বলেন, চুরির ঘটনা জানতে পেরে ওই শো-রুমের এলাকা পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের পাশাপাশি চোরদের আটকের জন্য পুলিশি কার্যক্রম শুরু করা হয়েছে।