কল্যাণ রিপোর্ট
মাগুরার শালিখা থেকে নিখোঁজ ইজিবাইক চালকের লাশ যশোরের বাঘারপাড়া উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত ইজিবাইক চালক আল-আমিনের (২২) বাড়ি মাগুরার শালিখা উপজেলার হরিশপুর গ্রামে। শনিবার দুপুরে বাঘারপাড়া উপজেলার বুধোপুর গ্রামের বাঘারপাড়া-যশোর সড়কের পাশে লিচু বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। গত বুধবার মাগুরার সীমাখালী থেকে যাত্রী নিয়ে যশোরের বাঘারপাড়ার নারিকেলবাড়িয়ায় যাওয়ার পথে তিনি নিখোঁজ হয়েছিলেন।
পুলিশ জানায়, আল-আমিন গত বুধবার সন্ধ্যায় মাগুরার সীমাখালী থেকে তিনজন যাত্রী নিয়ে যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া যাওয়ার পথে নিখোঁজ হন। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ ব্যাপারে তার পরিবারের সদস্যরা ওইদিন মাগুরার শালিখা ও বাঘারপাড়া থানায় অভিযোগ করেন। এ ব্যাপারে এলাকায় মাইকিংও করেছিলেন তার স্বজনেরা।
বাঘারপাড়া থানার এসআই রাজ কিশোর পাল জানান, শুক্রবার দুপুরে যশোর সদর উপজেলার চাঁচড়া থেকে তার ব্যাটারিচালিত ইজিবাইকটি উদ্ধার করে চাঁচড়া ফাঁড়ির পুলিশ। তবে ইজিবাইকে ব্যাটারি ছিল না। শনিবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয়েছে। লাশের মুখে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দীন বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।