নিজস্ব প্রতিবেদক: যশোরের বাঘারপাড়ার নারিকেলবাড়িয়া বাজারে মেসার্স তমা ট্রেডার্সে বোতলজাত সয়াবিন তেল ঢেলে বেশি দামে খোলা তেল হিসাবে বিক্রি করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আর সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে টিএসপি সার বিক্রির কারবার অপরাধে ভূপতি এন্টারপ্রাইজকে গুনতে হয়েছে ১০ হাজার টাকা জরিমান। বুধবার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এ জরিমানা আদায় করা হয়। এছাড়া অননুমোদিত এবং আমদানিকারকের স্টিকারবিহীন বিদেশি প্রসাধনী (স্ক্রিন ক্রিম) বিক্রি করার অপরাধে ভাই ভাই স্টোরকে ৫ হাজার এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে মা স্টোরকে ৫শ’ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযানকালে বাজারের কয়েকটি পাইকারি তেল ব্যবসায়ীর গুদাম পরিদর্শন করা হয় এবং তাদের তেল অবৈধভাবে মজুদ করে কৃত্রিম সংকট তৈরি না করার ব্যাপারে সতর্ক করা হয়। সকল ব্যবসায়ীকে নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন এবং ক্রয় রশিদ সংরক্ষণ করার নির্দেশনা দেয়া হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিবের নেতৃত্বে অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন ক্যাব যশোরের সদস্য আব্দুর রকিব সরদার ও পুলিশের সদস্যরা।