বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: বাবার মত ইমরানকেও সড়ক দুর্ঘটানায় প্রাণ দিতো হলো। ঈদের ছুটি কাটাতে মোটরসাইকেলযোগে ঢাকা থেকে বাড়িতে আসছিলেন তিনি। পথিমধ্যে দুর্ঘটনা তার মৃত্যু হয়েছে। নিহত ইমরান (২৪) বাঘারপাড়ার দরাজহাট গ্রামের বাসিন্দা। তিনি সেনাবাহিনীতে চাকরি করতেন।
ইমরানের পরিবার সূত্রে জানা গেছে, তিনি ২০১৭ সালের শেষ দিকে সেনাবাহিনীতে যোগ দেন। বর্তমানে ঢাকায় কর্মরত ছিলেন। শুক্রবার বিকেলে তার ঈদের ছুটি মঞ্জুর হয়। সেহরি খেয়ে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা হন। খুলনা-ঢাকা মহাসড়কে গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার মাজড়ায় পৌছালে তিনি দুর্ঘটনার শিকার হন। শনিবার সকাল সাতটার দিকে ঢাকাগামী একটি প্রাইভেট কারের সাথে ইমরানের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। মারাত্মক আহত ইমরানকে স্থানীয়রা গোপালগঞ্জ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গোপালগঞ্জ হাইওয়ে পুলিশের পরিদর্শক আবু নাইম মোফাজ্জেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও প্রাইভেট কার হাইওয়ে পুলিশের হেফাজতে আছে।
একমাত্র উপার্জনক্ষম ছেলের মৃত্যুতে নির্বাক হয়ে গেছেন ইমরানের মা তাসলিমা বেগম (৫০)। বিলাপ করে তিনি বলেন, সেহরি খেয়ে ইমরান ফোন দিয়ে বলে মা আমি রওনা হচ্ছি। এসে ঈদের বাজার করবো। আমি কাকে নিয়ে ঈদ করবো এ কথা বলেই সে সংজ্ঞাহীন হয়ে পড়ে।