নিজস্ব প্রতিবেদক: যশোরে মোহাম্মদ হাসান (২৮) নামে একজনকে ছুরিকাঘাত করা হয়েছে। বুধবার দুপুরে বারান্দি মোল্লাপাড়া ঈদগাহের সামনে এঘটনাটি ঘটে। তিনি মোল্লাপাড়ার আমতলার বাসিন্দা।
আহত হাসান জানান, বুধবার দুপুরে মোটরসাইকেলে তিনি ও তার বন্ধু সবুজ চুড়িপট্টিতে কাজে যাওয়ার সময় পূর্ববারান্দিপাড়া মোল্লাপাড়া ঈদগাহের সামনে পৌছালে একই এলাকার শাহারাজ (২৭) ছুরিকাঘাত করে। এসময় স্থানীয়দের সহযোগিতায় হাসানকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
তিনি আরো জানান, সবুজ হোসেন নামে এক যুবকের সাথে শাহারাজের পূর্ব শত্রুতা ছিলো। হাসান ও সবুজ দুই বন্ধু। গত ৩১ মে দুপুরে হাসানকে মারপিট করে এবং তার কাছে ৫০হাজার টাকা চাঁদা দাবি করে। হাসান ওই দিনই যশোর কোতোয়ালি থানায় অভিযোগ জানায়। এরই প্রেক্ষিতে বুধবার দুপুরে মোটরসাইকেলে হাসান ও সবুজ কাজে যাওয়ার সময় পূর্ববারান্দিপাড়া মোল্লাপাড়া ঈদগাহের সামনে পৌছালে শাহরাজ ও তার বাবা-মা মিলে তাদের পথ গতিরোধ করে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেয়। তর্কবিতর্কের এক পর্যায়ে শাহরাজ তার বাবা মায়ের সামনেই ছুরি বের করে হাসানকে ছুরিকাঘাত করে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মুরসালিনুর রহমান জানান, হাসানের হাঁটুর নিচে জখম রয়েছে। তার অবস্থা আশঙ্কামুক্ত। যশোর কোতোয়ালি তানার ওসি তদন্ত শেখ মোহাম্মদ মনিরুজ্জামান জানান, জড়িতদের আটকের চেষ্টা চলছে।