নিজস্ব প্রতিবেদক: যশোরে কিশোরী গ্যাংয়ের দুই সদস্যকে বার্মিজ চাকুসহ আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে শহরের গাড়িখানা রোড থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, শহরের পশ্চিম বারান্দীপাড়ার আলমগীর শেখের মেয়ে সুমাইয়া ও চাঁচড়া রায়পাড়া এলাকার মৃত সুমনের মেয়ে চাঁদনী ওরফে জুঁই।
পুরাতন কসবা ফাঁড়ির ইনচার্জ পুলিশ রেজাউল করীম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে গাড়িখানা রোডে দুই নারী চাকু নিয়ে অপরাধ করার প্রস্তুতি নিচ্ছে। এসময় এটিএসআই মাসুদের নেতৃত্বে একটি টিম সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করেন।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি তাজুল ইসলাম তাদের আটকের কথা স্বীকার করে বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে।