Sunday, July 3, 2022

বিছানা থেকে উঠতে পারছেন না নোরাহ ফাতেহি

বিনোদন ডেস্ক: ফের বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। এই ধাক্কায় বলিউডের অনেক তারকা আক্রান্ত হচ্ছেন। সেই তালিকায় যুক্ত হলেন আবেদনময়ী তারকা নোরা ফাতেহি। আক্রান্ত হওয়ার পর বিছানা থেকে উঠতে পারছেন না বলে নিজেই ভক্তদের সঙ্গে এ তথ্য শেয়ার করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত অনুরাগীদের নোরা জানান, গত কয়েকদিন ধরে ঘরবন্দি ছিলেন তিনি। আপাতত কোয়ারেন্টিনে রয়েছেন। কোভিডের সমস্ত বিধি নিষেধ মেনে চলছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে নোরা জানান, কোভিডের খুব শক্ত পোক্ত প্রভাব পড়েছে তার উপর। চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন। বিগত কয়েক দিন ধরে বিছানা ছেড়ে উঠতে পারছেন না তিনি। এসময় সকলকে মাস্ক পরার এবং সচেতন থাকারও পরমর্শ তেন এই আইটেম গার্ল!

সকলের উপর করোনার আলাদা আলাদা প্রভাব পড়ছে। তার উপর করোনার বড়সড় প্রভাব পড়েছে বলে নোরার ভাষ্য। এই মুহূর্তে নিজে সুস্থ হয়ে ওঠার চেষ্টায় রয়েছেন তিনি। নোরার বলেন, স্বাস্থ্যের থেকে জরুরী আর কিছু নেই। সকলকে সুস্থ এবং সচেতন থাকার পরমর্শ দিয়েছেন তিনি।

অভিনেত্রীর মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, চিকিৎসকের পর্যবেক্ষণে আছেন নোরা। বুধবার থেকে অভিনেত্রীর যে ছবি ছড়িয়ে পড়েছে, সেগুলি আগের ইভেন্টের। দিনকয়েক কোথাও যাননি নোরা। তাই পুরনো ছবি এড়িয়ে চলার অনুরোধ করেছেন তারা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

রাজপথে নেই যশোর জাতীয় পার্টি 

এক বছর আগে হয়েছে সম্মেলন প্রস্তুতি কমিটি দিনে দলীয় কার্যালয় থাকে বন্ধ, মাঝে মধ্যে সন্ধ্যায়...

যশোরে দৈনিক ২০ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি, লোডশেডিংয়ে অতিষ্ঠ জনগণ

নিজস্ব প্রতিবেদক :  ঋতুচক্রে এখন মধ্য আষাঢ়। কিন্তু ভ্যাপসা গরম কাটছে না। গরমে মানুষ অতিষ্ঠ...

ধর্ম-কর্মের খোঁজ নেই মসজিদ নিয়ে মারামারি

হাদিস শরিফে মসজিদকে সর্বোত্তম স্থান হিসেবে উল্লখ করা হয়েছে। এখানে মহান আল্লাহর এবাদতে যেভাবে...

সোনালি আঁশে সুদিনের স্বপ্ন দেখছেন নড়াইলের চাষিরা

নড়াইল প্রতিনিধি বোরো ধানের পর নড়াইলে পাট চাষে অর্থনৈতিক সচ্ছলতার স্বপ্ন দেখছেন কৃষাণ-কৃষাণীরা। উৎপাদন ভালো...

শিক্ষক হত্যা ও লাঞ্ছিতের প্রতিবাদে বাকবিশিস যশোরের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :  নড়াইলে কলেজ অধ্যক্ষের গলায় জুতার মালা পরানো ও সাভারে শিক্ষককে পিটিয়ে হত্যার...

বিল হরিণায় বিসিক-২ বাস্তবায়ন দাবিতে রাজপথে নেমেছেন এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক : যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের বিল হরিণায় প্রস্তাবিত লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প পার্ক...