নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠ্য জামাতা, খ্যাতনামা পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ আলী’র ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোর জেলা যুবলীগের উদ্যোগে দোয়া মাহফিল হয়েছে। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল এবং প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেলের নির্দেশে সোমবার বিকেলে যুবলীগ নেতা ও পৌরকাউন্সিলর হাজী আলমঙ্গীর কবির সুমনের আয়োজনে পোস্ট অফিস জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল খালেক, জেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম টপি, জেলা যুবলীগের সদস্য এয়াকুব আলী, ৬ নাম্বার ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম জানু, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম, নুর ইসলাম, আব্দুর রহমান মৃধা, সবুর হোসেন, পোস্ট অফিস পাড়ার নাগরিক কল্যাণের সাধারণ সম্পাদক ফিরোজ কবির, জেলা ছ্ত্রালীগের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ, যবিপ্রবি ছাত্রলীগ নেতা অন্তর কুমার দে, যুবলীগ নেতা ইমামুল হক মামুন, চঞ্চল হোসেন, ছাত্রলীগ নেতা মাহাবুব হোসেন তারেকসহ যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে মরহুমের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মোনাজাত পরিচালনা করেন পোস্ট অফিস জামে মসজিদের খতিব ও বড় ইমাম।
এদিকে সোমবার বিকেলে যশোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুলের ব্যক্তিগত কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন যশোর জেলা যুবলীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক কামরুজ্জামান মামুন, জেলা স্বেচ্ছাসেবক লীগের উপপ্রচার সম্পাদক মেজবাহ উদ্দিন, যশোর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আহসানুল করিম রহমান, শরিফ এ মাসউদ হিমেল, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সুমন অধিকারী, সাবেক উপশিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক রেযোয়ান হোসেন মিথুন, সাবেক উপ-দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম বনি, শহর মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক তছিকুর রহমান রাসেল, যুবলীগনেতা সাইদুর রহমান রিপন, ছাকিবুজ্জামান, মনির, ছাত্রলীগনেতা শফিকুল ইসলাম শফিক, রাইসুল ইসলাম, রাসেল হোসেন, সজিব খন্দকার বিপ্লব প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা সুলতান মাহামুদ।