পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: ৪৩তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে পাইকগাছা উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা সোমবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
ইউএনও মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, রবিউল ইসলাম, গোপাল ঘোষ, হাবিবুল্যাহ বাহার, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, খালেকুজ্জামান, রহিমা আক্তার শম্পা, অঞ্জলী রাণী শীল, দীপংকর কুমার দত্ত, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, একাডেমিক সুপার ভাইজার মীর নুরে আলম সিদ্দিকী, শিক্ষক ইবাদুল সরদার, প্রজ্জ্বল কান্তি সরকার, মৃণাল কান্তি রায়, পিনাকি রায়, সজল কান্তি সরকার ও পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল আজিজ। সভায় আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াডের আয়োজন করার সিদ্ধান্ত গৃহিত হয়।