ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের ঝিকরগাছায় পল্লীতে বিশ্বাস ব্রিক্সের নাম পরিবর্তন করে দখলের ঘটনায় আদালত কর্তৃক ১৪৪ ধারা জারি হয়েছে।
ঝিকরগাছা উপজেলার ইস্তা গ্রামে গত বছরে পোড়ানো কয়েকলাখ ইটের গায়ে বিশ্বাস ব্রিক্স লেখা রয়েছে। কিন্তু চলতি বছরে ইটের মৌসুম শুরু করার পূর্বে ফিরোজ বিশ্বাসের ব্যবসায়িক পাটনার আল মামুন রাজা প্রতারণা করে বিশ্বাস ব্রিক্সের পরিবর্তে রাজা ব্রিক্স নামে ইটকাটা শুরু করেন। অতপর ইটভাটার চিমনি, সাইনবোর্ডের রাজা ব্রিক্স ব্যবহার করা হয়েছে। বিষয়টি জানতে পেরে বিশ্বাস ব্রিক্সের প্রোপাইটর ফিরোজ বিশ্বাস স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ঝিকরগাছা থানা পুলিশকে অবহিত করেন। কিন্তু আল-মামুন রাজা কারোর কথা কর্ণপাত না করায় ফিরোজ বিশ্বাস যশোর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন। মামলায় স্থানীয় আইনশৃংখলা বজায় রাখাসহ ইটভাটাটি যেখানে যে অবস্থায় আছে তার সমস্ত কার্যক্রম স্থগিত রাখতে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দিয়ে ১৪৪ ধারা জারি করেছেন আদালত।