কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে বঙ্গবন্ধু এবং আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা, বীর মুক্তিযোদ্ধা ও গুণীজনদের সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১০ টায় উপজেলার শমসের নগরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব মেমোরিয়াল সরকারি মহাবিদ্যালয়ের আয়োজনে এই সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ সফিকুল ইসলামের সভাপত্বিতে ও উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান তপুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মুক্তিযুদ্ধের সংগঠক ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ডা. শমসের আলীর সহধর্মিণী ও প্রয়াত বীরমুক্তিযোদ্ধা ডা. নূরুল ইসলাম শুকুরের সহধর্মিণী।
বক্তব্য রাখেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের ঝিনাইদহ জেলা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, কালীগঞ্জ উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন সরদার, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব মেমোরিয়াল সরকারি মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. রাশেদ শমসের, ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইসরাইল হোসেন ও উপজেলা যুবলীগের সভাপতি রেজাউল করিম রেজা প্রমুখ।