কপিলমুনি (খুলনা) প্রতিনিধি
পাইকগাছা উপজেলার রহিমপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সরদার সোমবার দিবাগত রাতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী ওয়াইন্নাইলাহি রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবত নানা জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৫ বছর।
তিনি পরিবারবর্গ, অসংখ্য বীরমুক্তি সেনা সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও তার আত্মার মাগফেরাত কামনা করেছেন পাইকগাছা উপজেলার ১নং হরিঢালী ইউনিয়নের বীরমুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কর্মীবৃন্দ। মরহুমের জানাজা মঙ্গলবার বিকাল ৩.৩০ মিনিটে রহিমপুর ঈদগা মাঠ প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে। এ সময় গার্ড অফ অনার প্রদান করেন পাইকগাছা থানা পুলিশের একটি চৌকসদল। এ সময় উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলার মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাশ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানজীম মুস্তাফিজ বাচ্চুসহ এলাকার বীরমুক্তিযোদ্ধা ও শত শত এলাকাবাসী মরহুমের যানাজায় অংশগ্রহণ করেন।