কল্যাণ রিপোর্ট
সূর্য তখন মাথার উপর, রোদের ঝিলিকে ঝলমল করছে বুকভরা বাঁওড়। ঠিক তখন চোখে পড়ে এক সময়ের তেজদীপ্ত তরুণদের মিলনমেলা। যাদের প্রত্যেকের নামের শুরুতে রয়েছে বীরত্বের গল্প। বলছি ’৭১-এর সেই বীর মুক্তিযোদ্ধাদের কথা। ৫০টা বছর পার হয়েছে। সেই তরুণরা আজ বৃদ্ধ হয়েছে। তবুও তাদের তারুণ্য দেখে আজ হয়তো অবাক হয়েছে বাওড় কোল ঘেষে সদ্য জন্ম নেয়া বনফুল।
দেয়াড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধাদের আয়োজনে এই মিলন মেলায় অংশগ্রহণ করেন যশোর জেলার বিভিন্ন পর্যায়ের প্রায় শতাধিক মুক্তিযোদ্ধা।
মিলনমেলায় আরো উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধকালীন বৃহত্তর যশোর জেলা মুজিব বাহীনির উপ-প্রধান রবিউল আলম, মুক্তিযুদ্ধ সংসদের প্রাক্তন জেলা কমান্ডার এইচ এম মুজাহারুল ইসলাম মন্টু, প্রাক্তন ডেপুটি কমান্ডার আব্দুল মান্নান, প্রাক্তন জেলা অর্থ বিষয়ক সম্পাদক কাজী আব্দুস সবুর হেলাল, প্রাক্তন সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তারসহ অন্যান্য মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ ।
দীর্ঘদিন পর এমন মিলনমেলায় রণাঙ্গনের সাথীদের পেয়ে আবেগ আপ্লুত হয়ে স্মৃতিচারণ করেন অনেকেই। সূর্য্য অস্তমিত হবার পর সমাপ্ত হয় ব্যতিক্রমী এই মিলনমেলার।