মহেশপুর(ঝিনাইদহ) প্রতিনিধি
দুই দিনের টানা বৃষ্টির কারণে ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বোরো বীজতলা, আমন ধান, মাস কলাই, আলু, সরিষা ও ভুট্টা ক্ষেত জমি পানিতে তলিয়ে গেছে।
কৃষকরা ধান কাটলেও ঘরে তোলার আগেই পানির নিচে তলিয়ে গেছে। এ ছাড়া বোরো ধানের অধিকাংশ বীজ তলা পানির নিচে তলিয়ে আছে।
হামিদপুর গ্রামের কৃষক আলাউদ্দীন জানান, তার ৫বিঘা জমির ধান ও তিন বিঘা ভুট্টা ক্ষেত পানির নিচে। তিনি জমির আইলে দাঁড়িয়ে হতাশা প্রকাশ করছেন। একই চিত্র পাতিবিলা গ্রামের মাঠে।
পুরন্দপুর গ্রামের মাহফুজ খান জানান, তার ৫ বিঘা জমিতে আলুর চাষ ছিল। আলু কয়েকদিন পরেই ওঠার উপযোগী হতো। কিন্তু দুই দিনের অতি বৃষ্টিতে আলুর জমি ডুবে গেছে। তাতে তার প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে মহেশপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান আলী জানান, অতি বৃষ্টির কারণে মহেশপুরে আমন ধান ও বোরো বীজতলাসহ বিভিন্ন ফসলের ক্ষতি সাধন হয়েছে। আমরা ক্ষতির পরিমাণ জানার চেষ্টা করছি।