যশোর দ্বিতীয় বিভাগ টায়ার-১ ক্রিকেট লিগ
নিজস্ব প্রতিবেদক :
যশোর দ্বিতীয় বিভাগ টায়ার-১ ক্রিকেট লিগে বৃষ্টি বিঘিœত ম্যাচে জয় পেয়েছে নব দিশারি ক্রীড়া চক্র রোববার শামস্-উল-হুদা স্টেডিয়ামে তাদের কাছে পরাজিত হয়েছে ইয়াং ড্রাগন মার্শাল আর্ট।
ইয়াং ড্রাগন মার্শাল আর্ট টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ম্যাচ শুরু হওয়ার ৩৬মিনিট পর বৃষ্টি শুরু হয়। পরে বৃষ্টি থামলে ম্যাচ শুরু হয় দুপুর ২টা ২০ মিনিটে। উভয় দলের জন্য ওভার নির্ধারণ করা হয় ১৫ ওভার।
নব দিশারী প্রথমে ব্যাট করে ১৫ ওভারে চার উইকেট হারিয়ে ৯৩ রান করে। দলের পক্ষে ব্যাট হাতে অরন্য ২৫ বলে ৩টি চারে ২৮, রাহুল ৭ বলে ২টি ছয় ও এক চারে ১৮, শহিদুল ইসলাম ১২ ও জুবায়ের আহমেদ ১১ রান করেন। বল হাতে ইয়াং ড্রাগন মার্শাল আর্টের জাকির ১৯ রানে ২টি, লিয়ন ও জাহিদ একটি করে উইকেট দখল করেন।
জবাবে ব্যাট করতে নেমে ৫ রানে প্রথম উইকেটে হারায় ইয়াং ড্রাগন মার্শাল আর্ট। তবে দ্বিতীয় উইকেটে জুয়েল ও আনিসুর ৫৫ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে রাখেন। জুয়েল ২৯ বলে ২টি করে চার ও ছয়ে ৩৩ রান করে ফিরলে ভাঙ্গে ১১ ওভার স্থায়ী জুটি। জুয়েল ফেরার পর আর কেউ ক্রিজে বেশি টিকতে পারেনি। শেষ পর্যন্ত ১৫ ওভার খেলে ৫ উইকেটে ৮২ রান করতে পারে ইয়াং ড্রাগন মার্মাল আর্ট। দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান করেন আনিসুর। আনিসুরের ৪১ বলের ইনিংস ছিল ১টি চারের মার।
নবদিশারীর শিমুল, ইমন, ফাহাদ ও প্রদীপ প্রত্যেকে একটি করে উইকেট দখল করেন।