কল্যাণ রিপোর্ট
যশোর শহরের বেজপাড়া নলডাঙ্গা রোডে জাহিদ হোসেন ললি নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার স্ত্রী রুনা জানান, শনিবার রাত আটটার দিকে বাসায় ফিরে ললি গলায় গামছা পেচিয়ে আত্মহত্যা করে।
ললির বাবা মায়ের দাবি পুত্রবধূ তার বন্ধুদের নিয়ে হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়েছে। তারা আরো দাবি করেন, রুনা একজন মাদকসেবী ও মাদক বিক্রেতা। সে তার বন্ধুদের নিয়ে এই হত্যা করেছে।
এলাকায় গিয়ে দেখা যায় সেখানে উত্তেজনা বিরাজ করছে। নিহতের আত্মীয় স্বজনদের দাবি ললি হত্যার পর তার স্ত্রী গাঁ ঢাকা দেয়। হত্যার দায় এড়ানোর কোন পথ খুঁজে না পেয়ে রোববার দুপুরে হাসপাতালের সামনে ঘোরাফেরা করার সময় ললির আত্মীয় স্বজনরা রুনাকে আটক করেছে ।
যশোর জেনারেল হাসপাতালের ডা. আহমেদ তারেক শামস তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, মৃতের গলায় ফাঁসের চিহ্ন রয়েছে।
এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ওসি তাজুল ইসলাম বলেন, ঘটনাস্থল পুলিশ পরির্দশন করেছে। ময়না তদন্তের প্রতিবেদন হাতে পেলেই জানা যাবে এটা আত্মহত্যা না হত্যা।